1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন

দুর্নীতিবাজদের ৪৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তকরামহ ২১শ কোটি টাকার সম্পদ জব্দ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেইলি খবর ডেস্ক: দুর্নীতিবাজদের ৪৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তকরাসহ ২১শ কোটি টাকার সম্পদ জব্দ।দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গত আড়াই বছরে দুর্নীতিবাজদের প্রায় সাড়ে চারশ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত। একই সময়ে দুদক আদালতের নির্দেশে ২ হাজার ১ শত কোটি টাকার সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করেছে বলে জানিয়েছেন দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হওলাদার। দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। দুদক সচিব বলেন, অবৈধপথে অর্জিত সম্পদ যাতে ব্যবহার করতে না পারে সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। সোজা কথায় কেউ অবৈধ সম্পদ অর্জণ করলে সটো ভোগ করতে পারবে না। তিনি বলেন, গত আড়াই বছরে দুদকের অনুরোধে দুর্নীতিবাজদের প্রায় সাড়ে চারশত কোটি টাকা আদালত কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে।দুদক সূত্র জানায়, কমিশন ২০১৯ সালে ৪৩৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৩৩৪ টাকার সম্পদ বাজেয়াপ্ত হয়। ২০২০ সালে ৩ কোটি ৩ লাখ ৬৯ হাজার টাকার সম্পত্তি এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত ২ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৩২ টাকার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে ২০১৯ সালে দেশে ১৪ দশমিক ৪৪ একর জমি, ১৭টি বাড়ি, ১৭টি ফ্ল্যাট, ৯টি প্লট, ৪টি কমার্শিয়াল স্পেস, ৯টি গাড়ি ও ৪টি স্থাপনা আদালতের আদেশে ক্রোক করা হয়। এছাড়া দুবাইয়ে দুটি কোম্পানির শেয়ারও ক্রোক করা হয়। একই বছর দেশে ২৮৮টি ব্যাংক হিসাব, ৬টি বিও হিসাব ও ৩৬টি স য়পত্র/বন্ড, জামানত; পলিসি/ইন্সুরেন্স ফ্রিজ করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার ৫টি ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে। ২০১৯ সালে মোট ১১৫ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ২১১ টাকার স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে। আর একই বছর ১১৮ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার ৮৭৬ টাকার অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে। আর ২০২০ সালে দেশে ২৫৬ দশমিক ৩৪৫ একর জমি, ৩৪টি বাড়ি/ভবন, ৩৫টি ফ্ল্যাট, ৭টি কমার্শিয়াল স্পেস, ১৭টি গাড়ি ক্রোক করা হয়েছে। এসব স্থাবর সম্পদের মূল্য ১৮০ কোটি ১১ লাখ ৯১ হাজার ৭৪৬ টাকা। একই বছর এক হাজার ১১৮টি ব্যাংক হিসাব ও এফডিআর ফ্রিজ করা হয়। এসব অস্থাবর সম্পদের মূল্য বা ওইসব অ্যাকাউন্টে ১৫২ কোটি ৪ লাখ ৩৬ হাজার ৪৯৬ টাকা।এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১২৭ দশমিক ৪৮৪ একর জমি, ৩০টি বাড়ি/ভবন, ১৪টি ফ্ল্যাট, ১টি প্লট ২৭টি গাড়ি ক্রোক করা হয়েছে। এসব স্থাবর সম্পদের মূল্য ৩২৪ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার ৫৯২ টাকা। একই সময়ে দেশে ৯১৬টি ব্যাংক হিসাব, ৫৬টি স য়পত্র ও বন্ড/শেয়ার, ৩টি পিস্তল, ৭টি জাহাজ ফ্রিজ করা হয়েছে। এছাড়া দেশের বাইরে কানাডায় ১১টি, অস্ট্রেলিয়ায় ২৩টি, সিঙ্গাপুরে ৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এসব অস্থাবর সম্পদের মূল্য ১ হাজার ১৬৭ কোটি ৭ লাখ ১৫ হাজার ৬০৮ টাকা।

 

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর