একদিন,
শেখ যাররাহ এর প্রতিটি কার্তুজ ঠাণ্ডা হয়ে যাবে।
লোকেরা রক্তের বদলে মুখ থেকে উৎসবের রং মুছতে মুছতে
হাসবে,
একদিন-
শেখ যাররাহের প্রতিটি ঘরের ব্যালকনিতে ফুল ফুটবে,
সবুজ পাসপোর্টের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে,
আল আকসার দরজায় সেহরির পর জামাতে দাঁড়াবো-
প্রশান্তি আসবে ফযরকালীন হালকা বায়ু বৃষ্টিতে।
একদিন-
ফিলিস্তিন আমাদের হবে,
আমরা সেদিন প্রাণ খুলে হাসবো আর ওরা চেয়ে চেয়ে দেখবে।