1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ অপরাহ্ন

পদোন্নতি পাওয়া যুগ্ম সচিবের তালিকায় ১১ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া ২২১ জন কর্মকর্তার মধ্যে সরকারের ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির একান্ত সচিব (পিএস) রয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ জন হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরাত আহমদের একান্ত সচিব আহমদ কবীর, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের একান্ত সচিব শাহ মোমিন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এবং সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদের একান্ত সচিব মো. সারোয়ার হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের একান্ত সচিব মো. আক্তারুজ্জামান।

অন্যদিকে, জাতীয় সংসদ সচিবালয়ের হুইপের একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একান্ত সচিব মো. রেজাউল আলম, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর একান্ত সচিব মো. আল মামুন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের একান্ত সচিব মোহাম্মদ গোলাম কিবরীয়া, জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর একান্ত সচিব মো. আব্দুল মালেক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর