1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন

‘পরিবারের কুলাঙ্গার আমি…’

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২১৪ বার পড়া হয়েছে

টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি নিজেকে কুলাঙ্গার বলে অভিহিত করেছেন।

বুধবার বিকালে নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি, কিন্তু পরিবারের যারা নিজেদের খুব সৎ বলে পরিচয় দেন, তারা কিন্তু ততটা সৎ নন।’

এর কয়েক ঘণ্টা আগেও একটি লেখা পোস্ট করেন যশ। যেখানে লেখা রয়েছে, ‘পরিবার বলতে আমরা বুঝি, সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু কখনও কখনও সেই জায়গাটাই গভীর ভাবে আঘাত দেয় মনে।’

কিন্তু হঠাৎ করে পরিবারের সঙ্গে কী এমন ঘটল যশের? কেন তিনি নিজের পরিবারকে নিয়ে পাবলিকলি এ ধরনের স্ট্যাটাস দিচ্ছেন?

ধারণা করা হচ্ছে, সংসদ সদস্য অভিনেত্রী নুসরাতের সঙ্গে সম্পর্ক তার অন্তঃসত্ত্বা নিয়ে যশের পরিবার আপত্তি জানিয়েছে। এ কারণেই হয় তো মা ও বাবার সঙ্গে বিবাদে জড়িয়েছেন অভিনেতা।

নুসরাতের সঙ্গে যশের সম্পর্ককে ঘিরে গোটা টালিউড ইন্ডাস্ট্রি এখন তোলপাড়। তা ছাড়া নুসরাতের সম্ভাব্য সন্তানের বাবা তিনি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। সে জন্যই হয় তো যশের প্রতি বিরূপ তার পরিবার।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর