1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন

পরীমণির এত টাকার উৎস কী, প্রশ্ন নায়িকা অরুণা বিশ্বাসের

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে
পরীমণির আয়ের উৎস নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা

একজন শিল্পী কতো টাকা মাসে আয় করলে ৫ কোটি টাকার গাড়ি চালাতে পারে বা ৪ কোটি টাকার বাড়ি কিনতে পারে? এমন প্রশ্নই করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস।

সম্প্রতি ফেসবুক লাইভ ‘তানভীর তারেক শো’তে এমন মন্তব্য করেছেন অরুণা বিশ্বাস।

পরীমণিকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাস বলেন, ‘আমি যে মেয়েটাকে দেখেছি ১০০ টাকার জন্য দাঁড়িয়ে থাকে। তার ভাই বোন ছোট ছোট। সে মেয়েটাকেই যখন দেখি পরের বছর ৬ তলা বাড়ি হয়ে যায়, সিঙ্গাপুর যায়- এই প্রশ্নগুলা সামাজিকভাবে কারও মনেই আসে না? কারও মনেই প্রশ্ন জাগে না, এই টাকাগুলো কোথা থেকে আসছে, কী করে আসছে? একজন শিল্পী কোথা থেকে এতো টাকা পায়?’

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের শাকিব তো সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শিল্পী। কই তার তো এতো শো-অফ নেই? দেশে কি দুদক নেই, আইন নেই, সাংবাদিক নেই? কারও মনেই প্রশ্ন আসেনি এতো টাকা কোথায় থেকে আসছে?’

নিজের জনপ্রিয়তার সূত্র ধরে অরুণা বিশ্বাস বলেন, ‘আমার তো প্রচুর সিনেমা সুপারহিট হয়েছে। হলে বোর্ড লাগানো হয়েছে। তার অভিনীত একটা সিনেমার নাম বলেন, যেটা হিট হয়েছে? তাহলে সে সুপারস্টার কী করে হলো?’

বিগত কয়েক বছর ধরেই নায়িকা পরীমণি এফডিসিতে কোরবানি দিয়ে থাকেন অসহায় সাপোর্ট স্টাফদের সৌজন্যে। এ ছাড়া ছিন্নমূল শিশুদের সাহায্য করে থাকেন পরীমণি। এই প্রসঙ্গে জানতে চাইলে অরুণা বিশ্বাস বলেন, ‘এই যে মানুষকে দু’হাত ভরে দিচ্ছে। এই টাকা কোথায় থেকে আসছে? ইনকাম সোর্স কী? আমি তো বলবো এগুলো ব্ল্যাক মানি। নিশ্চয় তাকে কেউ দিচ্ছে টাকা। যারা দিচ্ছে তারা কারা?’

মেধা, পরিশ্রম থাকলে অন্যের আন্ডারে থাকা লাগে না মন্তব্য করে অরুণা বলেন, ‘যারা স্মার্ট, মেধাবী, ব্যক্তিত্ব নিয়ে চলে তাদের কেউ এরকম অফারও দেয় না। কারণ দিন শেষে কারও আন্ডারে থাকার ফল ভালো হয় না। শেষপর্যন্ত মেধাই টিকে থাকে।’

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর