শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের আগে মদ, নগদ টাকা উদ্ধার

প্রকাশিত: ০৬:০৯ এএম, মার্চ ২১, ২০২১

পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের আগে মদ, নগদ টাকা উদ্ধার

পশ্চিমবঙ্গে ৩০ টি আসনে প্রথম দফার ভোট ২৭ মার্চ। আর একসপ্তাহও বাকি নেই। তার আগেই নির্বাচন কমিশন এর কড়া নজরদারিতে উদ্ধার হল মদ, মাদক, নগদ টাকা, সোনা, শাড়ি ও মোবাইল ফোন। ভোটারদের প্রলুব্ধ করতে এই সব সামগ্রী বিভিন্ন রাজনৈতিক দল তৈরি রেখেছিলো বলে নির্বাচন কমিশনের অনুমান। মোট ১২ কোটি ৪ লাখ টাকার মদ, ৪৯ কোটি ৩৮ লাখ টাকার মাদক দ্রব্য, ৩০ কোটি ১৭ লাখ টাকা নগদ অর্থ, ৬ কোটি ২ লাখ টাকার সোনা এবং ৩৮ কোটি ৪৩ লাখ টাকার শাড়ি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গে এবার মহিলা ভোটারের আনুপাতিক হার ৪৯ শতাংশ বলে শাড়ি ও অন্যান্য উপহার সামগ্রীর কদর বেড়েছে। গত চব্বিশ ঘণ্টায় নির্বাচন কমিশন ৫ হাজারটি বিবাদের নিস্পত্তি করেছে। এবারের ভোট রক্তাক্ত হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণ নিয়েজিত করা হয়েছে। রাজ্য পুলিশকে বুথের ভিতরের কোনো দায়িত্বে রাখা হয় নি। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সুদীপ জৈন মানবজমিনকে জানান যে, রাজ্যে প্রথম দফার নির্বাচনে মোট সাতশ বত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এর মধ্যে পাঁচশো বত্রিশ কোম্পানি ইতিমধ্যেই এসে গেছে। সুদীপ জৈন আরো জানান যে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মঙ্গলবার কলকাতায় আসছে। ওই দিনই তারা শিলিগুড়ি যাবে বিকেলের বিমানে।
Link copied!