মানব ও অর্থ পাচার এবং ভিসা বাণিজ্যের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুরের সংসদ সদস্য মো. শহীদ ইসলাম ওরফে কাজী পাপুলের ভাইকে এবার দেশটির আদালতে তলব করা হয়েছে।
ওয়াশিংটন-ভিত্তিক ইন্টারমিডিয়া গ্রুপের জরিপে টানা কয়েক বছর কুয়েতের ‘সবচেয়ে জনপ্রিয়’ আরবি দৈনিকের খেতাব ধরে রাখা আল-রাইয়ের বরাত দিয়ে কুয়েত টাইমস জানিয়েছে, নতুন তথ্য পাওয়ার পর পাপুলের ছোটভাই কাজী বদরুলকে তলব করার নির্দেশ দিয়েছে এই মামলার তদন্ত কমিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, পাপুলের স্ত্রী এবং অন্যদের সঙ্গে তার ভাই বদরুলও মানবপাচারে জড়িত এমন তথ্য পাওয়ার পর তাকে তলবের নির্দেশ এসেছে।
পাপুলের থেকে ঘুষ নেয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কুয়েতের দুই এমপি সাদৌন হামদ এবং সালাহ খোরশীদ শনিবার জামিন পেয়েছেন। দুজনই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন।
তাদের দাবি, পাপুলকে তারা চেনেন না এবং তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।
ওই দুই এমপি আদালতকে জানিয়েছেন, এই মামলার মোড় ঘোরানোর জন্য পাপুল তাদের নাম বলেছেন।
এই দুজন ছাড়া পেলেও পাপুলের মুক্তি সহসা হচ্ছে না। ২৪ জুন পর্যন্ত ২১ দিনের রিমান্ড শেষে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকবার আটকাদেশ বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।