এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পাশের হার ৮২.৮৭ শতাংশ। গতবার এ হার ছিল ৮২.২০ শতাংশ। আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় প্রকাশিত হয়েছে মাধ্যমিক অতিক্রমকালে শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরো বিষয়টি পরিচালিত হয়েছে ভিডিও কনফারেন্সে। দেশের ইতিহাসে এবারই প্রথম এই প্রক্রিয়া অনুসরণের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।