প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার তিনজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- তরিকুল ইসলাম, শরিফুল ও নিজামউদ্দিন।
শুক্রবার তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগ করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরীফ সাফায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে তাদের তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে অসৎ কাজে করতেন। তাদের নামে প্রতারণা করার অভিযোগ এনে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়।