আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি বলেছেন, দুই-একটি প্রতিষ্ঠানের অনিয়মকে কেন্দ্র করে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, সেই অনুপাতে প্রাইভেট হাসপাতালগুলোর ভালো দিকগুলো কেউ তুলে ধরছেন না। কিন্তু প্রাইভেট হাসপাতালগুলো যে ভালো কাজ করছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিচ্ছে। সেসব বিষয়গুলো তুলে ধরাও দরকার। আমি গণমাধ্যমকে আহবান জানাবো বিষয়টিকে ইতিবাচকভাবে দেখতে।
বুধবার রাত ১০টায় বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র রাজকাহন লাইভ অনুষ্ঠানে ‘স্বাস্থ্যসেবার মান কে দেখছে?’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনায় তিনি এসব কথা বলেন।
‘স্বাস্থ্যসেবার মান কে দেখছে?’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনায় বলা হয়, সম্প্রতি রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা নিয়ে ব্যাপক প্রতারণার বিষয়টি সামনে এসেছে। এ বিষয়গুলো কেন হচ্ছে, কারা তদারকি করবে? আপনি কী মনে করেন?
আনোয়ার হোসেন খান বলেন, বর্তমানে প্রেক্ষাপটে আমাদের কাছে কোভিড-১৯ এর চিকিৎসা নিয়ে আলোচনা করা দরকার বলে আমি মনে করি। কোভিডযুদ্ধে আমরা কে কীভাবে সাহায্য করবো সে বিষয়ে আলাপ দরকার। মানুষের পাশে দাড়ানোটাই এখন কর্তব্য। সরকার আমাদেরকে যেভাবে বলছে, সেভাবেই আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। সরকারি-বেসরকারি পর্যায়ে একযোগে কাজ শুরুর পর আমরা অনেক সুফলও পেয়েছি।
তিনি আরো বলেন, কিছু মানুষ অনিয়ম করে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীজুড়েই এ চিত্র দেখা যায়। আমাদের মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে। তারা এ বিষয়গুলো তদারক করবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
করোনা চিকিৎসার ক্ষেত্রে অনেক প্রাইভেট হাসপাতালে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ প্রসঙ্গে ড. আনোয়ার হোসেন খান বলেন, আমরা এ খাতে নিজস্ব বিনিয়োগ করেছি। এতে আমাদের কয়েকগুণ বেশি খরচ হচ্ছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদেরকে হোটেলে রাখতে হয়। আমরা বেসরকারিভাবে কাজ করছি। মাত্র ১৯ দিনে ৫০ কোটি টাকা খরচ করে ২০০ শয্যার হাসপাতাল করেছি। আমি আমাদের কাজ নিয়ে গর্বিত। আমাদের ১৪ শ স্বাস্থ্যকর্মী সন্মুখযোদ্ধা হিসেবে কাজ করছে। সরকারের দিকে না তাকিয়ে থেকে আমরা সঠিক সময়ে সঠিক কাজ করেছি।
তিনি গণমাধ্যমের কাছে আবেদন রেখে বলেন, আমাদেরকে সবার সাহায্য করতে হবে। আমি মনে করি একজনের দোষের জন্য সবাইকে দোষী করাটা ঠিক নয়।