1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন

প্রেমিকাদের মাথায় বোতল ভাঙেন সালমান খান!

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১৯৬ বার পড়া হয়েছে

বলিউডের গায়িকা সোনা মহাপাত্র বরাবরই স্পষ্টবাদী। #meToo আন্দোলন নিয়ে একাধিকবার সরব হয়েছেন। বিখ্যাত গায়ক আনু মালিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন তিনি। তার প্রতিবাদের জন্যই ইন্ডিয়ান আইডলের বিচারক পদ থেকে অপসারিত হতে বাধ্য হয়েছিলেন আনু।

এই গায়িকার সঙ্গে বলিউড ভাইজান সালমান খানের সম্পর্ক একদমই ভালো না। সোনার দৃষ্টিতে সালমান নারীদের সম্মান দিতে জানেন না। বহুবার নানা কারণে তিনি সাল্লু ভাইয়ের সমালোচনায় মেতেছেন।

সম্প্রতি এক টিকটক ভিডিওর জেরে আবারও সালমানের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করলেন তিনি। সোনা দাবি করেছেন, প্রেমিকাদের মাথায় সালমান খানের বোতল ভাঙার গল্প শুনতে শুনতে ভারতে একটা প্রজন্ম বেড়ে উঠেছে।

জানা গেছে, আমির সিদ্দিকির ভাই, ফয়জল সিদ্দিকির টিকটক ভিডিও নিয়ে নেটদুনিয়া বর্তমানে বেশ সরগরম। ভিডিওতে দেখা গিয়েছে প্রেমিকার কাছ থেকে প্রত্যাখিত হয়ে মেয়েটির মুখে কিছু তরল পদার্থ ঢেলে দিচ্ছেন ফয়জল। যার জন্যে মেয়েটির চেহারা ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছে। প্রেমিকার প্রতি এমন নির্মম প্রতিশোধের ভিডিওতেই নারী নির্যাতনকে আরও উসকে দেওয়ার স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছেন তারকারা।

যার জেরে অনেকেই সরব হয়েছেন এই টিকটকারকে নিয়ে। এবার সেই টিকটকারকে নিয়েই সরব হলেন সোনা।

ফয়জলের টিকটক ভিডিও শেয়ার করে মেয়েদের প্রতি হওয়া নির্যাতন, হেনস্তা নিয়ে ব্যক্তিগত মতামত শেয়ার করেছেন তিনি। সেই প্রসঙ্গেই সালমানের নাম টেনে এনে বলেছেন, ‘নারীদের নির্যাতন আমাদের সংস্কৃতিতে একটা তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে! প্রেমিকার মাথায় জনসমক্ষে সালমানের বোতল ভাঙার গল্প শুনেই তো বড় হয়েছি আমরা। যদিও উনি দেশের একজন বিরাট তারকা! এগুলো বন্ধ হওয়া দরকার।’

সালমান অবশ্য কখনোই সোনার এসব কথার জবাব দেন না।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর