বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে সম্মতি দিল অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের শরীরের শ্লেষ্মা এবং লালা থেকেই অপর কোনও ব্যক্তির শরীরে প্রবেশ করে মারণ করোনাভাইরাস। তাই ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে লালা বা থুতু লাগানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
সোমবার (১৮ মে) এ ইস্যুতে বৈঠক করে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে কমিটির সব সদস্য বলে থুতু বা লালা না লাগানোর ক্ষেত্রে সম্মতি দিয়েছেন।
এই সিদ্ধান্তের পাশাপাশি করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার ক্ষেত্রে দুই নন-ন্যাচারাল আম্পায়ারের উপস্থিতির পক্ষে রায় দিয়েছে এই কমিটি। অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটি তাদের সিদ্ধান্ত আইসিসি’র শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে ।
পেসাররা যাতে সুইংয়ে বাড়তি সুবিধা পান তার জন্য সতীর্থরা মুখের লালা বা থুতু লাগিয়ে বলের পালিশ চকচকে করেন।