বাংলাদেশ থেকে প্রকাশ পেল কলকাতার রক ব্যান্ড লক্ষীছাড়ার নতুন গান ‘আলো’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গান এখন বাংলাদেশের শ্রোতারা শুনতে পারবেন স্বাধীন মিউজিক, জিপি মিউজিক, স্প্ল্যাশ ও ভাইবে।
লক্ষীছাড়া ভারতে বাংলা রক এর প্রসারে অগ্রগামী একটি ব্যান্ড। তারা ১৯৯৫ সালে মহীনের ঘোড়াগুলি সম্পাদিত ‘ঝড়া সময়ের গান’ অ্যালবামে গৌতম চট্টোপাধ্যায়ের গান “পড়াশোনায় জলাঞ্জলি” প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৭ সালে মহিনের ঘোড়াগুলি সম্পাদিত “মায়া” অ্যালবামে প্রকাশ করে গৌতম চট্টোপাধ্যায়ের “একি কথা শুনি হায়” গানটি।
২০০১ সালে প্রকাশিত হয় লক্ষীছাড়ার প্রথম অ্যালবাম ‘মেঘমল্লার।’ এরপর ২০০৩ সালে ‘জীবন চাইছে আরও বেশি’, ২০০৫ এ ‘একা’, ২০০৯ এ ‘বিশেষ বিশেষ অংশ বিরতির পর’ ও ২০১২ তে ‘কেমন আছো শহর’ লক্ষীছাড়ার প্রকাশিত স্টুডিও অ্যালবাম সমূহ।
সদ্য প্রকাশিত ‘আলো’ গানটির রেডিও পার্টনার এবিসি রেডিও এবং আন্তর্জাতিক বিপণন করছে ওকে লিসেন। লক্ষীছাড়ার বর্তমান লাইনআপ হলো, কণ্ঠে রাজিব মিত্র, ড্রামসে গৌরব চট্টোপাধ্যায়, বেস গিটারে সংকেত ভট্টাচার্য্য, কি-বোর্ডসে দেবাদিত্য চৌধুরী, গিটারে বোধিসত্ব ঘোষ ও জন পল এবং লিরিকে অনির্বাণ মজুমদার।