1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন

বাইক দুর্ঘটনায় আহত স্বামী নিক, লন্ডন থেকে উড়ে এলেন প্রিয়াঙ্কা

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

ডেইলি খবর ডেস্ক: বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই লন্ডনের শুটিং ফেলে তড়িঘড়ি আমেরিকায় উড়ে আসেন ‘পিগি চপস’। ছোটপর্দার জনপ্রিয় শো ‘অলিম্পিক ড্রিমস’-এর শুটিং চলাকালীন এই দুর্ঘটনার কবলে পড়েন এই জনপ্রিয় মার্কিনি পপ তারকা। এই শোয়ের শুটিংয়ে নিকের সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই জো জোনাস ও কেভিন জোনাসও। খবর হিন্দুস্থান টাইমসের। এই ‘অলিম্পিক ড্রিমস’প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ পেরোতে হয় অংশগ্রহনকারীদের। তারই মধ্যে একটি ছিল স্পোর্টস সাইকেল করে মাটির উঁচু উঁচু ঢিপি পেরোনো। তাতেই দিব্যি রাজি হয়েছিল জোনাস ভাইরা। এরপরেই শুরু বিপত্তি। শুটিং চলাকালীন মাটির উঁচু ঢিপি পেরোতে গিয়ে সাইকেল সমেত সজোরে আছাড় খান নিক। টাল সামলাতে না পেরে পিছনে থাকা তাঁর দুই ভাই জো ও কেভিন সাইকেল থেকে গড়িয়ে পড়েন নিচে। এরপরেই অবশ্য নিককে বাঁচাতে ছুটে আসেন তাঁরা। অবশ্য ততক্ষণে তাঁরা বুঝতে পেরেছেন নিকের আঘাত বেশ গুরুতর।এরপর যত দ্রæত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিককে। ভিডিওতে দেখাও যায় স্ট্রেচারে করে আহত নিককে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। তবে গভীর চোট পাওয়া সত্বেও কাজ চালিয়ে গেছেন নিক। বাইক দুর্ঘটনা যে তাঁকে দমিয়ে রাখতে পারেনি তার প্রমাণ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ামাত্রই দুই ভাই জো এবং কেভিনের সঙ্গে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এর সঞ্চালনার কাজও করছিলেন। এদিকে স্বামীর দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই লন্ডনে সমস্ত শুটিং বন্ধ রেখে আমেরিকায় উড়ে আসেন প্রিয়াঙ্কা। এতবড় দুর্ঘটনার কবলে পড়া সত্ত্বেও কাজের প্রতি নিকের সম্মান ও একাগ্রতা দেখে মুগ্ধ হয়েছেন তাঁর স্ত্রী।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর