বছরখানেক আগে ‘কফি উইথ করণ’ টিভি শো তে যৌনতা বিষয়ক কথা বলে আলোচিত হয়েছিলেন ভারতের অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তাতে নারী বিদ্বেষী কথা থাকায় শাস্তিও পেতে হয়েছিল। এরপর চলতি বছরের শুরুতে আবার আলোচনায় আসেন বান্ধবী নাতাশার সঙ্গে বাগদানের ছবি পোস্ট করে। যদিও তার বাগদানের খবর বাবা-মা জানত না। সম্প্রতি লকডাউনের মাঝে আবারও খবরে হার্দিক। তার বাগদত্তা গর্ভবতী হয়ে পড়েছেন। যে কারণে তড়িঘড়ি করে ঘরের টেবিলে বসে বিয়েও হয়েছে তাদের।
হবু সন্তানের মা বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যাংকোভিচকে নিয়ে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অল-রাউন্ডার হার্দিক বলেছেন, ‘এনগেজমেন্টের কথা মা ও বাবা জানত না। এমনকী ক্রুণাল (ভাই) এনগেজমেন্টের দুই দিন আগে জানতে পেরেছিল। আমি ওকে বলেছিলাম যে, এই কাজটা করতে যাচ্ছি। বলেছিলাম আমার জীবনে অনেক কিছু আছে।’
নাতাশার সঙ্গে সাক্ষাতের প্রথম দিন নাতাশা জানতেনই না হার্দিক আসলে কে। হার্দিক আরও বলেছেন, ‘আমার জীবনে এমন একজনকে পেয়েছি যাকে আমি ভালোবাসি এবং তার থেকে ভালোবাসতে শিখি। আমি প্রতিদিন একজন উন্নততর মানুষ হতে শিখছি। নিজের থেকে বাইরে বেরিয়ে ভাবতে শিখেছি। নিজের বাইরে অন্য একজনের জীবন নিয়ে বেশি গুরুত্ব দিতে শিখেছি।’
বলিউডের জনপ্রিয় ডান্সার হিসেবে পরিচিত নাতাশা স্ট্যানকোভিচ। তিনি প্রকাশ ঝার ‘সত্যাগ্রহ’ ছবিতে অভিষেক করেছিলেন। এরপর ‘অ্যাকশন জ্যাকসন’, ‘ফুকরে রিটার্নস’, ‘ড্যাডি’, ‘জিরো’, ‘দ্য বডি’র মতো ছবিতে কাজ করেছেন। হার্দিকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বড় একটি মেসেজ লিখেছিলেন নাতাশা। সেই মেসেজ দেখে মুগ্ধ হয়ে যান হার্দিক। এরপর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। ক্রমেই হার্দিকের সঙ্গে তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে তারা সবাইকে জানিয়েই লিভ-ইন শুরু করেন।