বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বিধ্বস্ত তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০২৩

বিধ্বস্ত তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বহু হতাহতের ঘটনায় সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময়ের মধ্যে জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তিনি। এক টুইটবার্তায় এরদোয়ান বলেন, ‘ভূমিকম্পের কারণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ও আমাদের বিদেশি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’ এদিকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে চার হাজার ছাড়িয়ে গেছে। দুই দেশে এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জানা গেছে, শুধু তুরস্কেই মৃত্যু হয়েছে ২ হাজার ৯০০ জনের। এ ছাড়া সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০। প্রতিবেদনে বলা হয়, দুই দেশে ভূমিকম্পে ধসে পড়েছে কয়েক হাজার ভবন। এ ঘটনায় তুরস্কে এখন পর্যন্ত আহত হয়েছে প্রায় ১৫ হাজার মানুষ। তবে ধারণা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
Link copied!