1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ অপরাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন তামিম : পাপন

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পড়া হয়েছে

হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তামিম ইকবাল। পরদিনই অবশ্য প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক ক্রিকেটে। তখন থেকেই শুরু তামিমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন। এমনকি দেশের দুটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল নিজেও অধিনায়কত্ব নিয়ে রাখেন ধোঁয়াশা। এতসব ধোঁয়াশার পরও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিশ্বকাপে তামিমের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

বর্তমানে দেড় মাসের ছুটিতে দুবাইয়ে আছেন তামিম ইকবাল। সেখান থেকে লন্ডনে চিকিৎসক দেখিয়ে দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরে বোর্ডের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন ভবিষ্যৎ নিয়ে। এর আগে বিসিবি সভাপতি আজ ফের জানান, তামিমকে অধিনায়ক বিবেচনা করে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল।

আজ হোটেল সোনারগাঁওয়ে নারী দলের সঙ্গে দেখা করতে যান বিসিবি সভাপতি। এরপরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তামিমের এই ইস্যু নিয়ে কথা বলেন, ‘আমি একটা সিম্পল জিনিস বলে দিই আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে।’ তিনি আরও যোগ করেন, তামিমের ইনজুরির বিষয় নিয়ে এখনও বোর্ড কিছু জানে না। তিনি বলেন, ‘আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’

চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার পর ৩১ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তামিম ইকবালের। এরপরেই জানা যাবে তামিমের ইনজুরির অবস্থা। তাই অপেক্ষাটা আপাতত থাকছে তামিম ও বোর্ডের মধ্যকার আলোচনা পর্যন্ত।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর