আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি শূন্য ডলারেরও নিচে নেমেছে। করোনা পরিস্থিতিতে লকডাউন থাকায় বিশ্বের বহু দেশে তেলের চাহিদা কমেছে হু হু করে। ফলে দামও নেমেছে তলানিতে। বিশ্বজুড়ে মন্দা। বন্ধ কল–কারখানা। বিপন্ন ব্যবসা–বাণিজ্য। কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়ছেন প্রত্যেকদিন। সেই পরিস্থিতির মোকাবিলায় সম্প্রতি ১০ শতাংশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) –এর সদস্য এবং মিত্র দেশগুলি। সেই চুক্তিতে একমত হয়েছিল তেল উৎপাদনকারী দেশগুলির সংগঠন ওপেক প্লাস।
মার্কিন মুলুকেও তেলের দাম তলানিতে ঠেকেছে। গত সোমবার পাওয়া খবর অনুযায়ী, এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ৫৬ শতাংশ কমে গিয়েছে। ১৯৮৩ সালে নিউ ইয়র্কে তেলের এই বাজার তৈরি হওয়ার পর এই প্রথম তেলের দামে এতটা পতন দেখা গেল। গতমাসেও তেলের দামে ৯.২ শতাংশ পতন হয়েছিল। সেসময়ে মার্কিন মুলুকে তেলের দাম ব্যারল প্রতি ২২.৭৪ ডলার ছিল।
সাম্প্রতিককালে বেশকিছু দিন ধরেই তেলের দাম কমছিল। সে সময়ে মার্কিনি সংস্থাগুলো তেল মজুত করা শুর করেছিল দাম পড়ছে দেখে। আর এখন মজুত করারও জায়গা নেই। ভাঁড়ার উপচে পড়ছে। খুব শিগগির তেলের দাম বাড়ছে না। ফলে চাহিদা আরও কমে যেতে পারে। বিশ্বে তেল রপ্তানিকারকদের করোনাবাজ মাথায় পরেছে।
ডেইল খবর/এ্ইচ