বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত রোগীর মোট সংখ্যা এখন ৪২ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। প্রাণঘাতি ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মৃত ২ লাখ ৮৬ হাজার ৫৬৩ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৫২৯ জন, মারা গেছে ২ হাজার ৮২৯ জন।
সোমবার (১১ মে) দিনগত রাত আড়াইটায় করোনা পরিস্থিতির আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ২৪ লাখ ৩৫ হাজার ৬৬৬ জন চিকিৎসাধীন এবং ৪৬ হাজার ৯২০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ২১ হাজার ৩৯৭ জন সুস্থ হয়ে উঠেছে
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৩৯ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো এক হাজার ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৫ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।