1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ অপরাহ্ন

বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্তের তালিকায় তিনে ভারত

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৮১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রাশিয়াকে পেছনে ফেলে এবার তিন নম্বরে উঠে এলো ভারত।

দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ৩৯৬ জন। আর রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন।

এর ফলে গতকাল রোববারই রাশিয়াকে টপকে যায় ভারত। এখন দেশটির আগে শুধু রয়েছে আমেরিকা ও ব্রাজিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আমেরিকার জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের রিপোর্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এই সময়।

খবরে বলা হয়, বর্তমানে বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় ২৮ লাখেরও বেশি মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত।

দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্ত প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ। এতদিন তৃতীয় অবস্থানে ছিল রাশিয়া। তবে রোববারের রেকর্ড বৃদ্ধিতে রাশিয়াকে সরিয়ে সেই স্থান দখল করল ভারত।

ভারতে গত দুদিন ধরেই ২২-২৪ হাজার ছুঁয়ে ফেলছিল একদিনে আক্রান্তের সংখ্যা। যার জেরে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে রোববার সেই সংখ্যা পৌঁছে যায় ২৪ হাজার ৮৫০ জনে। যা ২৪ ঘণ্টার আক্রান্তের হিসাবে রেকর্ড।

শনিবারের হিসাব অনুযায়ী, এক দিনে ২২ হাজার ৭৭১ জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়ায় পুরনো সব রেকর্ড ভেঙে গিয়েছিল।

পরদিন রোববার সংক্রমণের সংখ্যা বাড়ে আরও অনেক বেশি। এ নিয়ে পর পর তিন দিন বিশ হাজারেরও বেশি নতুন করে আক্রান্ত হয়।

তবে মন্ত্রণালয়ের দাবি, সুস্থতার হার বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন চার লাখের বেশি মানুষ। সুত্র: যুগান্তর

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর