শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বিয়ের পরে প্রথম প্রকাশ্যে

প্রকাশিত: ১২:৪৩ পিএম, জুন ৯, ২০২১

বিয়ের পরে প্রথম প্রকাশ্যে

বিয়ের পর এই প্রথম নববধূকে দেখা গেল প্রকাশ্যে। নিজের ইনস্টাগ্রামে বিয়ের নানা আচার অনুষ্ঠানের একাধিক ছবি ইতোমধ্যে শেয়ার করেছেন ইয়ামি গৌতম। এবার সামনে এল নববধূর ট্র্যাডিশনাল সাজের একটি ছবি। পান্না সবুজ রঙের সিল্কের শাড়িতে অনন্যা ইয়ামি। সিঁথি ভরা সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে বিয়ের লাল চুড়ি। একগাল হাসি নিয়ে ক্যামেরার সামনে ক্যানডিড ইয়ামি। আদিত্য ধরের সঙ্গে আচমকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সকলককে সারপ্রাইজ দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। গত ৪ জুন ‘উরি: দ্য সারজিক্যাল স্ট্রাইক’ পরিচালকের গাঁটছড়া বাঁধেন তিনি। সম্প্রতি তারকা দম্পতির ওয়েডিং প্ল্যানার আরও একটি গোপন তথ্য ফাঁস করেন। বিয়ের পরিকল্পনাকারী গীতেশ শর্মা প্রকাশ করেন, ইয়ামির বাবা মেয়ের বিয়ের অনুষ্ঠানের একদিন আগে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেন, গৌতমরা তাদের পরিবারের নিজস্ব পুরোহিতকে আনুষ্ঠানের জন্য নিয়ে এসেছিলেন। ইয়ামি এবং আদিত্য প্রকৃতির কোলে সাত পাকে বাঁধা পড়তে চেয়েছিলেন। ওয়েডিং প্ল্যানার আরও জানিয়েছেন, তারকা দম্পতির কেউই ঝাঁ চকচকে বিয়ে করতে চাননি। দুজনেই খুব সাধারণভাবে বিয়ে করতে চেয়েছেন। তারা চেয়েছিল খুব সাধারণ ঐতিহ্যবাহী অনুষ্ঠান করে বিয়ে করতে, যেমনটি তাদের শহরে হয়। তিনি আরও বলেন, তারা প্রথমে একটি দেওধর গাছের সামনে বিয়ে করেছিলেন। মন্ডপটি গাঁদা ফুল এবং কলা পাতা দিয়ে সাজানো ছিল, সোনালী-সাদা থিমে সজ্জিত ছিল। বিয়ের পরে পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যায় একটি গেট-টুগেদার হয়েছিল। বাড়িতে মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল।  
Link copied!