জোড়া গোল করে নতুন রেকর্ড গড়লেন করিম বেনজেমা। তার জোড়া গোলেই বৃহস্পতিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ ব্যবধানে হারাল জিনেদিন জিদানের দল। দলের হয়ে অন্য গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। ভ্যালেন্সিয়াকে হারিয়ে দারুণ জয় তুলে নিল রিয়াল।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা রিয়াল অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে এডেন হ্যাজার্ডের দ্রুত পাসে দলকে লিড এনে দেন বেনজেমা।
মাদ্রিদের আলফার্দো দি স্তেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে আতিথেয়তা জানায় রিয়াল। এর আগে গত ডিসেম্বরে লিগের প্রথম দেখায় সফরকারীদের তাদেরই মাঠে যোগ করা সময়ে হারিয়েছিল গ্যালাকটিকোরা।
ইনজুরির কারণে প্রায় পুরো মৌসুমে মাঠের বাইরে থাকা অ্যাসেনসিও ৭৪ মিনিটে বদলি নেমে এক মিনিট না যেতেই গোল করে বসেন। মেন্দির ক্রস থেকে গোলটি করেন তিনি। পরে এই অ্যাসেনসিও পাসেই জোড়া গোল পূর্ণ করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন করিম বেনজেমা।