১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন। দিবসটি উদযাপন উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বেপজা নির্বাহী দপ্তরে আলোচনাসভার আয়োজন করে।
অনুষ্ঠানে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বঙ্গবন্ধুর ওই ভাষণ প্রদর্শন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত ‘অসমাপ্ত মহাকাব্য’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম বলেন, ‘২৫ সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র বিশ্বের অধিকার বঞ্চিত ও নিপীড়িতদের জন্য ন্যায়সংগত অধিকার, বিশ্বশান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহসী বক্তব্য ও পদক্ষেপ ছিল।’
অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান, বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু বেপজার সচিব, মহাব্যবস্থাপক ও সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।