1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
বুধবার, ২৯ জুন ২০২২, ০১:২৪ পূর্বাহ্ন

বেলারুশে হস্তক্ষেপের জন্য প্রস্তুত রুশ বাহিনী

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ১০১ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রয়োজনে বেলারুশে হস্তক্ষেপ করার জন্য পুলিশ রিজার্ভ ফোর্স গঠন করা হয়েছে। তবে পরিস্থিতি এখনো সে রকম পর্যায়ে যায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কথা বলার সময় পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো আমাকে পুলিশ রিজার্ভে রাখতে বলেছেন এবং আমি তা রেখেছি। বেলারুশকে সাহায্যের জন্য প্রস্তুত আমাদের বাহিনী।

তিনি আরো বলেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যাওয়া পর্যন্ত তা করবো না বলেও আমরা একমত হয়েছি।

এদিকে গত ৯ আগস্ট বেলারুশে বিতর্কিত এক নির্বাচনে লুকাশেঙ্কাে ক্ষমতায় থাকার জেরে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভের সংবাদ প্রকাশের জেরে অন্তত ১৩ জন সাংবাদিক সেখানে আটক হয়েছেন।

যদিও বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের পরিচয় যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বিবিসির সংবাদদাতা বলেছেন, এটা পরিষ্কার যে, বিক্ষোভের খবর প্রকাশ ও সম্প্রচারে বিঘ্ন ঘটানোর জন্যই এ কাজ করা হয়েছে।

সূত্র : বিবিসি

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর