1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন

বোলারদের মাস্ক পরে খেলার প্রস্তাব মিসবাহর

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ১৬৭ বার পড়া হয়েছে

করোনা পরবর্তী পরিস্থিতিতে থুতু দিয়ে বল পালিশ করার পদ্ধতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে আইসিসির ক্রিকেট কমিটি। করোনা আতঙ্ক এড়াতে এই পদ্ধতি যে কার্যকরী তারও ব্যাখ্যা দিয়েছে অনিল কুম্বলে নেতৃত্বাধীন কমিটি। কিন্তু এত দিনের অভ্যাস হঠাৎ করে বদলানো কঠিন। ভুল করে থুতুর ব্যবহার করতে পারেন বোলাররা। তাই বোলারদের মাস্ক পরে খেলার প্রস্তাব দিলেন বর্তমান পাক কোচ মিসবাহ উল হক।

তার প্রস্তাব, ‘‘এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। অনিচ্ছাকৃতই হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তাই বোলিংয়ের সময় মাস্ক ব্যবহার করুক বোলাররা। থুতু ব্যবহার করার সম্ভাবনা আর হয়তো থাকবেই না।’’

মিসবাহ মনে করেন, পাক পেসাররা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। কারণ, রিভার্স সুইংয়ের ওপর নির্ভর করেন শাহিন শাহ আফ্রিদিরা। তাই বলছিলেন, ‘‘আমাদের বোলাররা সব সময় বলের একটি দিকের ওজন বাড়িয়ে রাখার চেষ্টা করে থুতুর সাহায্যে। পুরনো হলে সে দিকেই বাঁক নেয় বল। এখন দেখা যাক, কী ভাবে ওরা মানিয়ে নেয়।’’

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর