1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন

ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়কে ঝড়ল ৮ প্রাণ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজ্যের কৌশাম্বিতে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিল একটি পরিবার। কৌশাম্বিতে তাদের গাড়িটি দাঁড়ানো ছিল। এসময় একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরেই চাপা পড়ে চালকসহ সাতজন নিহত হন।

কৌশাম্বির জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বালুবোঝাই ট্রাকটির টায়ার ফেটে যাওয়ায় সেটি উল্টে যায়। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

নিহতদের বেশিরভাগই নারী; যারা একটি বিয়েতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সবাই গাড়ি ও বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়েছিল।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনায় আহতদের জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর