সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন মো. শহিদুল আলম (৬৭)। তিনি রাধানগর পঞ্চগড়ের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-এ০৩৫৩২০৯৭। নিহত অপরজন রোকেয়া বেগম (৬২)। তিনি আদমদীঘি বগুড়ার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-এ০৫১০২৮৮৪।
বৃহস্পতিবার নিহতের বিষয়টি নিশ্চিত করে মক্কা বাংলাদেশ হজ অফিস।
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মক্কায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ৮৫৯ জন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।