আজ বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত থেকে লকডাউন হচ্ছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা।
গত রাত থেকে স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে জানানো হয় এ তথ্য। কে এই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে রয়েছে বিভ্রান্তি।
তবে স্থানীয় ভাটারা থানার ওসি মুকতারুজ্জামান নিশ্চিত করেছেন সিটি করপোরেশন, জেলা প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় থানা যৌথভাবে লকডাউন কার্যকর করবে। যদিও বুধবার স্থানীয় সরকার মন্ত্রীর নেতৃত্বে মেয়রদের অনলাইন সভায় লকডাউন নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।