1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন

মনিপুর স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ নিয়ে বিক্ষোভ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইস্যুতে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষকেরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের পরিবর্তে আখলাক হোসেনকে দায়িত্ব দিয়ে অ্যাডহক কমিটি চিঠি পাঠানোয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বুধবার অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ওই চিঠি দেন। আখলাক হোসেন বিদ্যালয়ের আটজন সহকারী প্রধান শিক্ষকের একজন। বাকি সাতজন অ্যাডহক কমিটির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে জাকির হোসেনের পক্ষে মূল ক্যাম্পাসের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

তারা বলছেন, অ্যাডহক কমিটি একটি অস্থায়ী কমিটি। এই কমিটি যে সিদ্ধান্ত জানিয়েছে তার আইনগত ভিত্তি নেই। মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জাকির হোসেনকে দায়িত্ব দিয়েছেন, তিনিই দায়িত্বে থাকবেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো লুটপাট করতে দেওয়া হবে না।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, মাউশি আমাকে দায়িত্ব দিয়েছে। অ্যাডহক কমিটি কাউকে দায়িত্ব দিতে পারে না। দিয়ে থাকলে তার কোনো আইনগত ভিত্তি নেই।

বিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর