1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন

মাত্র ২৩ বছর বয়সে না ফেরার দেশে ইংলিশ ডিফেন্ডার

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০
  • ২০৪ বার পড়া হয়েছে

মাত্র ২৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলে মোরকাম্বের ডিফেন্ডার ক্রিস্টিয়ান এমবুলু।

এমবুলুর মৃত্যুতে তার ক্লাব মোরকাম্বে এক বিবৃতিতে জানিয়েছে, এমবুলু তাদের স্কোয়াডে খুব জনপ্রিয় ছিলেন। অসময়ে তার হঠাৎ চলে যাওয়া সবাইকে বড় ধাক্কা দিয়েছে।

জানা গেছে, ক্রিউ ছেড়ে মোরকাম্বেতে যোগ দেওয়ার পর মাত্র তিন ম্যাচ খেলেছিলেন লন্ডনে জন্ম নেওয়া এ তরুণ ডিফেন্ডার। এর আগে মাদারওয়েলের হয়ে খেলতেন তিনি।

মিলওয়ালের জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করলেও এমবুলু ব্রেন্টউড, ব্রেইনট্রি এবং ক্রিউ’র হয়েও খেলেছেন। ক্রিউতে মাত্র এক মৌসুম কাটিয়ে গত জানুয়ারিতে তিনি মোরকাম্বেতে যোগ দিয়েছিলেন।

ইংল্যান্ডের চতুর্থ স্তরের পেশাদারি ফুটবল লিগ দুইয়ে খেলতেন এমবুলু।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর