হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা। গত শনিবার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়ে তাকে। সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মঙ্গলবার দেশটির সরকারি এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে শনিবার প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হয়। কিন্তু সোমবার ফের হৃদযন্ত্রের সমস্যা প্রকোট হয়ে ওঠে তার। এরপরই তার মৃত্যু ঘটে।
টুইটারে দেওয়া বিবৃতিতে বলা হয়, বুরুন্ডিয়ান এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজার মৃত্যুর ঘোষণা দিচ্ছে সরকার। তাকে বাঁচানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।