নোয়াখালীর চাটখিল উপজেলায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থবিধি ভঙ্গ করে মাস্ক ব্যবহার না করে পথেঘাটে চলাচল করায় ২৩ জন পথচারীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিনভর উপজেলার চাটখিল বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি পৃথক পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাস্ক না পরে চলাচল করলে ২৩ পথচারীকে পাঁচ হাজার চারশ টাকা জরিমানা করা হয়। এ সময় গরীব ও অসহায় দিনমজুরদের মাঝে মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।