1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:০৬ পূর্বাহ্ন

‘মায়ায়’ উপভোগ করুন মায়াবী শীত!

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৬ বার পড়া হয়েছে

ঝরা পাতার নূপুর পায়ে কড়া নাড়ছে শীত। যান্ত্রিক শহরে শৈতি আমেজ হয়ে উঠুক উদযাপনের উপলক্ষ। এই মৌসুমে বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া নিয়ে এসেছে অনবদ্য বার-বি-কিউ আয়োজন।

উপভোগ করা যাবে শহরের একমাত্র রুফটপ স্কাই গার্ডেন রেস্তোরাঁ ‘রানওয়েতে’। রানওয়ের ব্যস্ততা দেখতে দেখতে রসনায় নিমগ্ন হতে পারবেন নানা স্বাদের খাবারের প্রাণময় পরিবেশনায়।

শীত নগরবাসীকে এনে দেয় উৎসবের উপলক্ষ। তাতে মাত্রা যোগ করে বার-বি-কিউ। তাই তো এই আয়োজন সাজানো হয়েছে মাংস আর সামুদ্রিক সম্ভারের বাছাই করা সব পদে। সঙ্গে রয়েছে সেলেব্রিটি শেফের বিশেষ পদ।

কেবল সেটাই নয় বরং উদযাপনকে পূর্ণতা দিতে আরো রয়েছে মকটেল, জুস এবং কোমল পানীয়ের বিস্তৃত সম্ভার। প্রিয়জনকে নিয়ে উপভোগের জন্য থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার।

প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রানওয়ের দৃশ্যাবলীকে মাতিয়ে দিতেই রানওয়ে দিচ্ছে রসনা বিলাসের অবকাশ। দৃশ্যাবলীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিতে পারেন বৈচিত্র্যময় খাবারের স্বাদ, পরিবার কিংবা প্রিয়জনসান্নিধ্যে।

১২ নভেম্বর থেকে প্রতি শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে রানওয়ে।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর