1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন

মিউজিক্যাল ফিল্মে জুটি বাঁধলেন আরজু-নাইরুজ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে

কায়েস আরজু চট্টগ্রামের গ্রুপ থিয়েটারে কাজ করেছেন। ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। প্রথম সিনেমায় দর্শকদের হৃদয়ে স্থান করে নেন তিনি। এই কায়েস আরজু এবার ঈদ উপলক্ষে একটি বিশেষ মিউজিক্যাল ফিল্ম এ অভিনয় করলেন। শিরোনাম ‌’কথা দে’।

এতে কায়েস আরজুর বিপরীতে অভিনয় করেছেন নাইরুজ সিফাত। আধুনিক ফোক ঘারানার এই গানটি লিখেছেন সোমেশ্বর অলি, তাতে সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন আর কণ্ঠ দিয়েছেন জাহিদ লিটন। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

অ্যাড এক্টিভ এর ব্যানারে ভিন্নধর্মী গল্পে নির্মত হয়েছে গানটির ভিডিও। মিউজিক্যাল ফিল্মটির কাহিনী, সংলাপ,চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মাহিন আওলাদ।

মিউজিক্যাল ফিল্মটি নিয়ে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, দর্শকরা আমাকে একটি আলাদা নতুন লুকে দেখতে পাবে,যেটা আগে কখনো দেখেনি,মৌলিক গল্পে নির্মিত মিউজিক্যাল ফিল্মটির গল্প,কস্টিউম,আর্ট,লোকেশন,মেকিং ও গান সবকিছু মিলিয়ে একটা ভিন্ন মাত্রা যোগ করবে এবং মানুষের মনে কাজটি অনেক দিন গেঁথে থাকবে,

নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত জাহিদ লিটন জানালেন -গান নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন তার।নিয়মিতই থাকবেন গানের সাথে।গানের সাথে ভিডিও অনেক যত্ন নিয়ে পরিশ্রম করে করেছেন মাহিন আওলাদ আর ইতিমধ্যেই ওনার কাজ সম্পর্কে সবাই জানে

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে ঈদুল ফিতরের পরেরদিন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে সকল দেশীয় এবং আন্তর্জাতিক অ্যাপ এ

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর