বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত ৩

প্রকাশিত: ১২:০০ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার স্থানীয় সময় রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়নি। এরই মধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম আগামী ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্দেহভাজন বন্দুকধারী খাটো গড়নের একজন পুরুষ। হামলা চালানোর সময় তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন।
Link copied!