1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২, ০৭:১৪ অপরাহ্ন

মেহের আফরোজ চুমকি এমপি’র পিএসের দুর্নীতির তদন্তে দুদক

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে

ডেইলি খবর ডেস্ক: মেহের আফরোজ চুমকি এমপি’র পিএস মাজেদুল ইসলাম সেলিমকে দুর্নীতির বরপুত্র বলা হচ্ছে। তার দুর্নীতির তদন্তে নেমেছে দুদক। বিপুল সম্পদের মালিক এই মাজেদুল ইসলাম সেলিমকে পর্যায়ক্রমে দির্ঘসময় পিএস ও এপিএসের দায়িত্বে রেখেছেন গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকী। তিনি যখন শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন তখন এ সেলিম ছিলেন তার এপিএস। এখন হয়েছেন পিএস। এরকম একজন বিশ্বস্ত ব্যক্তির দুর্নীতির খোজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। পেয়েও গেছে সেলিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মোটা তথ্য। তার নামে-বেনামে ২০টি জমির দলিল খুজে পেয়েছে কালীগজ্ঞ সাবরেষ্ট্রি অফিস। এমপি মেহের আফরোজ চুমকীর প্রভাব খাটিয়ে মাজেদুল সরকারীকাজসহ নানা বিষযে অনিয়ম করে আসছেন। মাজেদুলের বাড়ি কালীগজ্ঞ উপজেলার দওপাড়া গ্রামে। স্থানীয় সুত্রগুলো জানায় মাজেদুলের নামে-বেনামে থাকা এবং তার স্ত্রীসহ পরিবারের ৭ সদস্যের জমি-জমা,প্লট-ফ্ল্যাট বা বাড়ি ক্রয়-বিক্রয়ের দলিলগুলোর জাবেদা কপির জন্য জেলা রেজিষ্টারের কাছে চিঠি দিয়েছে দুদক। দুদকের উপপরিচালক এসএম রাশেদুল রেজা স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হযেছে,গাজীপুর কালীগজ্ঞ উপজেলার দেওপাড়া এলাকার মাজেদুলের (বর্তমান ঠিকানা রাজধানীর ৬১ সিদ্ধেশ্বরী লেন) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সুষ্টু অনুসন্ধানের জন্য মাজেদুল,তার স্ত্রী রাহিমা বেগম,ভাই কামরুল ইসলাম,শহীদুল ইসলাম,মামুনুল ইসলামসহ ৭ জনের কালীগজ্ঞ সাবরেষ্টি অফিসের ১০টি দলিলের সার্টিফায়েড কপি ৭ কার্যদিবসের মধ্যে সরবরাহ করার সংশ্লিষ্ট সাবরেজিস্টারকে নির্দেশ দিতে জেলা সাবরেজিষ্টারকে অনুরোধ জানানো হযেছে। কালীগজ্ঞ উপজেলা সাবরেজিষ্টার শাহিন রেজা জানিয়েছেন দুদকের চিঠি পাওয়ার পর গত ২০১৪ সাল পর্যন্ত ২০টি দলিল পাওয়া গেছে। সবগুলোর কপি দুদক কার্যালযে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুত্র জানায় ২০১৪ সালের পরে গত ৭ বছরে আর কি পরিমান সম্পদের মালিক মাজেদুল হয়েছেন তার কোনো তথ্য কোথাও নেই।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর