1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৫০ অপরাহ্ন

মেয়েকে চুমু দিলে ঠোঁট ফাটিয়ে দেবেন শাহরুখ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

শাহরুখ খানকে বলা হয় চিরসবুজ রোমান্টিক হিরো। বিভিন্ন শোতেও সেই ইমেজে দেখা যায় বলিউড কিংকে। কিন্তু বাস্তবে নাকি বেশ রক্ষণশীল তিনি।

সম্প্রতি ভাইরাল হয় ‘কফি উইথ করণ’ শোয়ের একটি ভিডিও। চার বছর আগের সেই ভিডিও নতুন করে আবারও আলোচনায় আসে। যেখানে অতিথি ছিলেন শাহরুখ খান ও আলিয়া ভাট।

শোতে আলোচনার এক সময় শাহরুখের মেয়ের প্রসঙ্গ উঠে আসে। করণ জোহর প্রশ্ন করেন, ‘আপনার মেয়ে সুহানার ১৬ বছর হয়ে গেল। তাকে কেউ চুমু খেলে কী করবেন?’ উত্তরে অভিনেতা বলেন, ‘আমি তার ঠোঁট ফাটিয়ে দেব।’ করণ হেসে বলেন, ‘আমার এটা জানা ছিল।’

শাহরুখ ও তার মেয়ের প্রসঙ্গে আরও তথ্য প্রকাশ করেন করণ জোহর। তিনি জানান, শাহরুখ তার মেয়েকে সবসময় নজরে রাখেন। যেটি সুহানা একদমই পছন্দ করে না।

বাবা হিসেবে শাহরুখ অসাধারণ। কিন্তু সন্তানদের বিষয়ে বিভিন্ন গোঁড়ামি রয়েছে তার মধ্যে। করণ উদাহরণ দিতে গিয়ে বলেন, বাস্তবে শাহরুখ অনেকটা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কাজলের বাবা অমরীশ পুরীর চরিত্রের মতোই।

উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন ‘পাঠান’-এর শুটিং নিয়ে। এতে শাহরুখের সঙ্গে দীর্ঘদিন পর জুটি বাঁধলেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর