1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৩ অপরাহ্ন

যে কারণে শ্রদ্ধাকে বাদ দিয়ে কিয়ারাকে নিলেন পরিচালক

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১১ বার পড়া হয়েছে

‘সত্যনারায়ণ কি কথা’ নামের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের। কিন্তু ছবিটি থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় নেওয়া হয়েছে কিয়ারা আদভানিকে।

ফলে এই ছবিতে প্রথমবারের মতো অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে শ্রদ্ধার জুটি বাধা হলো না। ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা।

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা জানান, ছবিটিতে অভিনয় করতে ১০ কোটি টাকা চেয়েছিলেন শ্রদ্ধা। উচ্চ পারিশ্রমিক চাওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে তিন কোটি টাকায় কিয়ারার সঙ্গে চুক্তি করেছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত সিনেমা ‘শেরশাহ’। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। এতে কিয়ারার অভিনয়ও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।

বর্তমানে কিয়ারা বেশ কয়েকটি আলোচিত সিনেমার কাজ করছেন। এগুলো হলো ‘ভুল ভুলাইয়া ২’, ‘মিস্টার লেলে’ এবং ‘যুগ যুগ জিও’।

শ্রদ্ধা কাপুর নির্মাতা লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। কার্তিক আরিয়ানের হাতে রয়েছেন বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- ‘ফ্রেডি’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘শেহজাদা’, ‘ধামাকা’ এবং ‘ভুল ভুলাইয়া ২’।

 

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর