1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ০১:১৭ পূর্বাহ্ন

রাজধানীর বড় মার্কেটগুলো খুলছে না ঈদের আগে!

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০
  • ১০১ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ রোধে ঈদের আগে রাজধানীর নিউ মার্কেট, চাঁদনীচক, গাউসিয়া ও নূরম্যানশন না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তারা জানিয়েছেন, নিউমার্কেট এলাকার কোনো মার্কেটই এবার ঈদে খোলা হবে না।

১০ মে করোনায় সৃষ্ট সঙ্কটের মধ্যেই সরকার সীমিত পরিসরে দোকান ও শপিংমল খোলার ঘোষণা দিলেও সংক্রমণ রোধে ঈদের আগে রাজধানীর নিউ মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নিউ মার্কেট দোকান মালিক সমিতি এ সিদ্ধান্তের কথা জানায়।

এ ছাড়াও রাজধানীর মৌচাক মার্কেট এবং আনারকলি মার্কেটও না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিকসমিতি। পরিস্থিতির উন্নতি না হলে রমজানে খুলবে না বলে এর আগে জানিয়েছে দেশের অন্যতম সেরা শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক।

এর আগে ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিং মল আগামী ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর