খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দীর্ঘ চৌদ্দ দিন পর আসা ফলাফলে জানা গেল এক ব্যক্তির করোনাভাইরাস (কভিড-১৯) পজেটিভ। তবে এ দীর্ঘ সময়ে তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা ২০ জুন শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনা শনাক্ত ব্যক্তি জিয়ানগর গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তিনি নমুনা দিয়েছেন ৬ জুন। তখন সর্দি-কাশি ছিল।
তিনি বলেন, ১৩ দিন অতিবাহিত হলে করোনার আর কোন উপসর্গ থাকেনা। সুতরাং তিনি সম্পুর্ন সুস্থ ও স্বাভাবিক। তারপরও তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।