শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

প্রকাশিত: ০৬:৪৫ এএম, জানুয়ারি ১০, ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ গোলাগুলি হয়েছে। এতে অন্তত এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন। টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে রোববার ভোরে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নিউজবাংলাকে জানান, ক্যাম্পের তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নুর হাকিম এই ক্যাম্পের বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Link copied!