কিং খান শাহরুখের কাছে ক্ষমা চাইলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’-এর সঞ্চালনাকালে শাহরুখের কাছে ক্ষমা চান অমিতাভ বচ্চন।
তবে বিষয়টি মোটেই গম্ভীর কিছু নয়। অপর্ণা ভয়াস নামে অনুষ্ঠানের প্রতিযোগীর মন রক্ষার্থে মজার ছলে শাহরুখের কাছে ক্ষমা চান অমিতাভ।
ছোটবেলা থেকেই অপর্না ভয়াস শাহরুখের পাড়ভক্ত। তাই শাহরুখকে কেউ বকলে ভালো লাগে না তার।
অনুষ্ঠানে অপর্না অমিতাভকে জানান, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহাব্বাতে’ আর পরের বছরের ছবি ‘কাভি খুশি কাভি গম’ এ শাহরুখকে আচ্ছা করে বকেছেন অমিতাভ বচ্চন। প্রথমটিতে শিক্ষক হিসেবে আর পরের ছবিতে ‘বাবা’ হিসেবে শাহরুখকে শাসন করেছিলেন অমিতাভ।
এসব মোটেও ভালো লাগেনি শাহরুখের অন্ধভক্ত অপর্ণা ভয়াসের।
প্রতিযোগীর মুখে এ কথা শোনার পর পরই মজার ছলে শাহরুখ খানের কাছে ক্ষমা চান। এ সময় প্রতিযোগীও মজা করে বলেন, এবার তিনি শান্তিতে ঘুমাতে পারবেন।
তথ্যসূত্র: জি নিউজ