1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে আজ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৩১ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতির কারণে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (৩১ মে) আবারো চালু হচ্ছে দেশের শেয়ারবাজারে লেনদেন।

সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শুরু হবে এ লেনদেন। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনাপত্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় দুই শেয়ার মার্কেট কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ও সব প্রকার সুরক্ষা নিশ্চিত করে এই লেনদেন কার্যক্রম চলবে বলে ডিএসই জানিয়েছে। তবে এই মুহূর্তে দর্শনার্থীদের অফিসে প্রবেশ করতে নিরুৎসাহিত করেছে ডিএসই। একইসঙ্গে কর্মীদের শিফটিং অফিসের ব্যবস্থা করা এবং অফিসে মুখোমুখি বৈঠক থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে৷

এ উপলক্ষে বিনিয়োগকারীদের সব থেকে বেশি যাতায়াত স্থান ঢাকা স্টক এক্সচেঞ্জের মতিঝিলের ডিএসই বিল্ডিং এবং ডিএসই এনেক্স বিল্ডিংয়ে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রাখা হয়েছে৷

একই সঙ্গে হাঁচি, কাশি বা সন্দেহজনক লক্ষণ থাকা কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের শনাক্ত করার পদক্ষেপ নিয়েছে ডিএসই। অফিস প্রাঙ্গণে প্রবেশের জন্য প্রতিবার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা এবং ব্রোকারেজ হাউজে কর্মচারী ও গ্রাহকদের মাস্ক সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসই৷

করোনা দুর্যোগ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে গত ২৬ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর পর সাধারণ ছুটি বাড়ালে শেয়ারবাজারও বন্ধ রাখার সময় বাড়ানো হয়।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর