বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

শ্বশুর-শাশুড়ি খুব ভালো, তাদের কাছে ক্ষমা চাইতে চাই: অপু

প্রকাশিত: ১২:২১ পিএম, ফেব্রুয়ারি ৮, ২০২৩

শ্বশুর-শাশুড়ি খুব ভালো, তাদের কাছে ক্ষমা চাইতে চাই: অপু

শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করলেও কয়েক বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। আব্রাহাম খান জয় নামে ছয় বছর বয়সী তাদের একটি ছেলে রয়েছে। আব্রাহামের জন্মের দুই বছরের মাথায় বিচ্ছেদ হয় শাকিব-অপুর। বিচ্ছেদের এত দিন পর অপু বিশ্বাসের উপলব্ধি হয়েছে, আবেগের বশবর্তী হয়ে সে সময় স্বামী, শ্বশুর-শাশুড়িকে নেতিবাচক কথা বলেছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছেন, ‘অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের (শাকিব খান ও তার পরিবার) কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান তাদের পেয়েছি, আমার জীবনে মা-বাবার ঘাটতি পূরণ করছেন...।’ শাকিব ও অপু দুজনেই যখন কাজে ব্যস্ত থাকেন, তখন সন্তান আব্রাহামের দেখভাল কে করেন—এমন প্রশ্নে অপু বিশ্বাস জানান, তারা না থাকলে জয়ের দেখাশোনা করেন তার ঠাকুমা, দাদু, পিসি। একটা সময় তাদের বিরুদ্ধেই অনেক অভিযোগ ছিল অপু বিশ্বাসের। কিন্তু এখন সেই ভুল বুঝতে পেরেছেন অপু। এখন তিনি তাদের কাছে ক্ষমা চাইতে চান। জয়ের মা, নাকি শাকিবের স্ত্রী হওয়া কঠিন—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস আনন্দবাজারকে বলেন, ‘অনেক বাধা পেরিয়ে মা হয়েছি। তাই মা হওয়াটা খুব কঠিন।’ অপু বিশ্বাসের পর অনেক নারীর সঙ্গে নাম জড়িয়েছিল শাকিব খানের। আর এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছেন অপু। তিনি জানান, নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটিয়ে তোলা যায় না। আর সুপারস্টার হলে তাকে নিয়ে গুঞ্জন হবেই। এটি তার কৃতিত্ব।
Link copied!