1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

সবাই ভাবে কাজ ছেড়ে দিয়েছি -প্রসূন আজাদ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০৩ বার পড়া হয়েছে

আমি নিয়মিত কাজ করতে চাই। কিন্তু প্রস্তাব পাচ্ছি না। সবাই ভাবে কাজ ছেড়ে দিয়েছি। আসলে কাজ ছাড়ার কোনো কারণ নেই। ভালো প্রস্তাব পেলে অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়াবো। এভাবে কথাগুলো জানালেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। কিন্তু সবাই কেন ভাবে আপনি কাজ ছেড়েছেন? উত্তরে তিনি বলেন, আমি শুরু থেকে যে মোবাইল নম্বরটি ব্যবহার করতাম সেটি বন্ধ। মিডিয়ার অনেকের কাছে আমার আম্মুর নম্বর আছে।

তারা আম্মুকে ফোন দিলে তিনি জানান আমি কাজ করবো না। এই কারণে হয়ত সবাই ধরে নিয়েছেন আমি অভিনয় ছেড়ে দিয়েছি। আম্মু কিসের একটা ভয় থেকে সবাইকে বলে আমি কাজ করবো না। তাহলে নতুনভাবে ফেরার কী প্রস্তুতি নিচ্ছেন? প্রসূনের ভাষ্য, মাঝে আমার ওজন বেশ বেড়ে যায়। তবে তারপর দশ কেজি ওজন কমিয়েছি। যেহেতু কাজে ফিরতে চাই তাই ফিটনেস ঠিক করছি। যদিও আরো কমানো প্রযোজন। আশা করছি সেটিও ঠিক হয়ে যাবে। টিভি-চলচ্চিত্রে কেমন গল্প ও চরিত্রে কাজ করতে আগ্রহী প্রসূন? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সিরিয়াস গল্পের বাইরে কমেডিনির্ভর কাজ করতে আমার আপত্তি নেই। তবে তাতে গল্প থাকতে হবে। এখন অনেক নাটকে শুধু কমেডি দেখি। এরমধ্যে কোনো গল্প খুজে পাওয়া যায় না। এই অভিনেত্রী গেল বছরে একটি মাত্র শর্টফিল্মে কাজ করেছেন। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত চারটি চলচ্চিত্র।

ছবিগুলো হলো ‘পদ্মা পুরাণ’, ‘মানুষের বাগান’ ‘পায়রার চিঠি’ ও ‘মৃত্যুপুরী’। ছবিগুলো নিয়ে প্রসূন বেশ আশাবাদী। তিনি বলেন, প্রতিটি ছবিতে চরিত্রনুযায়ী লুক নিয়েছি। অনেক পরিশ্রম করেছি। দর্শক এই ছবিগুলোতে আমাকে অন্য ভাবে দেখবেন। শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে প্রসূনের চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তিতে তিনি ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ শীর্ষক ছবিতে অভিনয় করেন।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর