ড. সালেহউদ্দিন আহমেদ: ইদানীং বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম বাড়ছে, যা প্রত্যাশিত নয়। সরবরাহ ঘাটতির কারণে ডলারের দাম বেড়েছে বলে আমার মনে হয়। করোনার কারণে বিশ্বমন্দা দেখা দেওয়ায় আমাদের রপ্তানি আয় আশঙ্কাজনকভাবে কমে গেছে। সেই সঙ্গে আমদানিও কমেছে। তবে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় কমেছে কম। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে।
দীর্ঘ সময় স্বস্তির জায়গায় থাকা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও টানা কয়েক মাস নিম্নমুখী। ঈদের আগে প্রবাসী ভাই-বোনেরা তাঁদের পরিবার-পরিজনের কাছে কিছুটা বেশি রেমিট্যান্স পাঠানোয় মে মাসে কিছুটা গতি ফিরেছে এই সূচকে। তবে করোনা দীর্ঘস্থায়ী হওয়ায় সামনে প্রবাসী আয় আরো কমার আশঙ্কা রয়েছে।
আরেকটা বিষয় হলো, রপ্তানি আয়ও ঠিকমতো প্রত্যাবাসন হচ্ছে না। সব মিলিয়ে বাজারে ডলারের কিছুটা সংকট তৈরি হয়েছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে বাজারে সরবরাহ বাড়িয়ে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখা।
লেখক : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর