1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন

সাংবাদিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান জিএম কাদের

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৯২ বার পড়া হয়েছে

করোনাকালে গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান এ আহ্বান জানান।

গণমাধ্যমকর্মীদের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনাযুদ্ধে আমাদের গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন মারাও গেছেন।

তিনি বলেন, করোনাযুদ্ধে যারা মাঠে আছেন তাদের মতো সাংবাদিকরা সুরক্ষা পাচ্ছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা। কিন্তু তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই। আবার অনেকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকের বেতন দেওয়া হচ্ছে না, ছাঁটাইয়ের কথা শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় গণমাধ্যমকর্মীদের জন্য সরকারের বিশেষভাবে দৃষ্টি দেওয়া জরুরি।

জিএম কাদের বলেন, কোভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী আতংক বিরাজ করছে। এমন বাস্তবতায় প্রথম সারির যোদ্ধা হিসাবে চিকিৎসকরা কাজ করছেন। সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের জন্য বিমা ও প্রণোদনা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন তিনি। চিকিৎসকদের সবদিক থেকে সুরক্ষিত রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান জিএম কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি করোনা রোগী হাসপাতালে নেওয়া, দাফন ও জানাজা এবং দুস্থদের জন্য খাবার বিতরণ করছেন। তাই তাদের জন্যও সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগ নেয়।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর