1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:১১ অপরাহ্ন

সাংবাদিক ইকরাম চৌধুরী আর নেই

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৬৪ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ইকরাম চৌধুরী চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজের জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইকরাম চৌধুরীর ছোট ভাই চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফ চৌধুরী জানান, তাঁর বড় ভাই ইকরাম চৌধুরীর মরদেহ দুপুর ১২টায় চাঁদপুরের নাজিরপাড়ার নিজ বাসায় আনা হবে। জানাজা শেষে পৌর গোরস্থানে বাবা-মায়ের পাশে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন ইকরাম।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর