1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
বুধবার, ২৯ জুন ২০২২, ০৯:৩৮ অপরাহ্ন

সানি দেওলের নায়িকা কলকাতার তনুশ্রী

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৭ বার পড়া হয়েছে

ভারতীয় বাংলা সিনেমার অনেক নায়িকা বলিউড সিনেমায় নাম লেখিয়েছেন। এ তালিকায় রয়েছেন—রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি প্রমুখ। এ তালিকায় যুক্ত হলেন টলিউডের আরেক অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হিন্দি ভাষার এ সিনেমায় সানির স্ত্রীর চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে। সানি মানেই ‘অ্যাকশন’! এই সিনেমার ক্ষেত্রেও তার ব্যত্যয় হবে না। শুধু নায়ক নন, পর্দায় অ্যাকশন করতে দেখা যাবে নায়িকা তনুশ্রীকেও। জোধপুর, উদয়পুরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিং প্রায় শেষের দিকে।

এ বিষয়ে কথা বলতে তনুশ্রীর সঙ্গে যোগাযোগ করা হলে নায়িকা মুখে কুলুপ আঁটেন। রহস্য রেখে তনুশ্রী বলেন—‘এই বিষয়ে কোনো কথা বলতে পারব না।’

২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

 

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর