1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওরে নৌকাডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২০০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শয়তানখালি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকাল ৯টা পর্যন্ত তাদের খোঁজ মিলেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা গ্রামের সামাল উদ্দিন (২৫) ও তার তিন বছরের মেয়ে তানজিনা আক্তারকে নিয়ে শনিবার রাত ৮টার দিকে পার্শবর্তী জামালগঞ্জের আমানীপুর গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে আসছিলেন। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকার ৬ যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবা ও মেয়ে নিখোঁজ থাকেন। স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। রবিবার সকাল থেকে স্থানীয়রা আবারও চেষ্টা চালাচ্ছেন।

ধর্মপাশা থানার ওসি দেরোয়ার হোসেন বলেন, রবিবার সকাল ৯টা পর্যন্ত বাবা ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর